• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, আটক ১৭

শরীয়তপুর প্রতিনিধি

  ০৯ অক্টোবর ২০১৮, ১৮:২৮

নড়িয়া উপজেলার পদ্মানদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ১৭ জেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পুলিশ ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ঝাটকা ইলিশ মাছ জব্দ করে।

আটককৃতরা হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার দিদার বেপারী (২৫), সাইদুল মৃধা (৫৫), মনির কোতোয়াল (২৫), হযরত আলী (৫০) দানেশ (৩৬), তাজেল ফকির (৫০), মনাই দেওয়ান (৫০), বাবুল মাঝি (৫০), নুরুল হক (২৮), ইলিয়াছ দেওয়ান (৩০), চাঁদপুরের হাইমচর উপজেলার আসাদ মাঝি (৩৮), কাঞ্চন মাঝি (১৮) ও শফিক দেওয়ানসহ ১৭ জন।

নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌপুলিশ ও নড়িয়া থানার পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছেন।

গেল ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ শিকার ও বেচাকেনা বন্ধ ঘোষণা করা হয়।

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী বলেন, আটককৃত জেলেদের মধ্যে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে। বাকি ৩ জনের বয়স কম থাকায় ছেড়ে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
X
Fresh