• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৫

ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে সেখানকার রাজনৈতিক নেতাদের বিরোধের জেরে টানা ২২ দিন বন্ধ থাকার পর আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু হয়েছে।

শনিবার সকাল থেকে বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি করেছে বাংলাদেশি ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে আগরতলায় সেখানকার ব্যবসায়ী ও বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। ওই বৈঠকে উভয়পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে মাছ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে বিজেপির কয়েকজন নেতা পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশি ব্যবসায়ীদের রপ্তানি করা মাছ আটকে দেন।

ওইদিন রপ্তানি করা ১০ টনেরও বেশি মাছ সন্ধ্যা পর্যন্ত আগরতলা বন্দরে আটকে থাকায় পচে যায়। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন দুই দেশের ব্যবসায়ীরা। এরপর অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশি গার্মেন্টসের রপ্তানি বাড়ায় ভারতীয় ব্যবসায়ীদের আপত্তি
ভারত থেকে আসবে পেঁয়াজ, এলসি খুলছেন ব্যবসায়ীরা
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত
স্বর্ণ রপ্তানিতে সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের
X
Fresh