• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

নানিয়ারচরে ইউপিডিএফ’র ২ কর্মীকে গুলি করে হত্যা

রাঙ্গামাটি প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৫

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউপিডিএফ’র দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোরে উপজেলার রামসুপারি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন রামসুপারি পাড়া এলাকার আকর্ষণ চাকমা (৪২) ও শ্যামল কান্তি চাকমা (৩০)।

তারা ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের চাঁদা আদায়ের কালেক্টর ছিলেন বলে জানা গেছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, শুক্রবার ভোরে রামসুপারি পাড়া এলাকার নিজ বাসা থেকে ঘুম থেকে তুলে বাইরে এনে ওই দুজনের ওপর ৭-৮ রাউন্ড গুলি করে তাদের মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা।

ওসি আরও জানান, নিহতরা আগে জেএসএসের (সংস্কার) কর্মী ছিলেন। পরে তারা দল পাল্টে ইউপিডিএফ (প্রসিত) করায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কিংবা জেএসএস (সংস্কার) গ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
শিক্ষা অফিসারের বিরুদ্ধে শিক্ষিকাকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
পাকিস্তানে ঘুমন্ত ৭ নাপিতকে গুলি করে হত্যা 
ভাটারায় স্কুলের সামনে গুলি, এলাকায় আতঙ্ক
X
Fresh