• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ০২ জুলাই ২০১৮, ১৪:১২

মানিকগঞ্জের শিবালয়ে কিশোর টুটুল হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের জজ মিজানুর রহমান খান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. সুজন, মো. আবুতালেব, মো. সুরুজ ও মো. মোক্তার হোসেন।

রায় প্রদানের সময় সুরুজ ও মোক্তার আদালতে উপস্থিত ছিলেন না।

২০১৪ সালে মানিকগঞ্জে শিবালয় উপজেলার তেওতা গ্রামের ১৩ বছর বয়সী টুটুল খেলার মাঠ থেকে নিখোঁজ হয়। এর সাতদিন পর তেওতা জমিদার বাড়ির কুয়া থেকে কিশোর টুটুলের মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় টুটুলের বাবা আরমান আলী শিবালয় থানায় মামলা করেন। এই মামলায় আজ সোমবার রায় ঘোষণা করেন আদালত।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিচালককে ৮ বছরের কারাদণ্ড ও চাবুক মারার নির্দেশ
সিরাজগঞ্জে হেরোইনসহ ধরা পড়া দুই বাসযাত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
অস্ত্র মামলায় যুবলীগ নেতার ১০ বছর কারাদণ্ড 
চুয়াডাঙ্গার দুটি কেন্দ্রে আটক ৩, একজনের কারাদণ্ড
X
Fresh