• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

কামরাঙ্গীরচরে ডোবায় নিখোঁজ ইমনকে উদ্ধার কার্যক্রম স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুলাই ২০১৮, ২১:১১

সন্ধ্যা হয়ে যাওয়ায় রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের ডোবার পানিতে নিখোঁজ শিশু ইমনকে উদ্ধার কার্যক্রম স্থগিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা।

রোববার সন্ধ্যায় উদ্ধার কার্যক্রম স্থগিত করে ফায়ার সার্ভিস কর্মকর্তা শহীদুর রহমান জানান, আগামীকাল সোমবার সকাল সাতটা থেকে আবারও তাকে উদ্ধারে কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, উদ্ধার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সিটি করপোরেশনকে ডোবার ময়লা-আবর্জনা পরিষ্কার করার অনুরোধ করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার এএসআই জিয়া জানান, এদিন দুপুরে ইমন ও হৃদয় নামে দুই শিশু খেলার সময় ডোবার পানিতে পড়ে যায়। স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করতে পারলেও ইমনকে উদ্ধার করতে পারেননি।

তিনি জানান, ইমনের নিখোঁজের খবর পেয়ে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

নিখোঁজ ইমনের মা কুলসুম বেগমের বরাত দিয়ে তিনি আরও জানান, তার ছেলেকে ডুবে যেতে দেখেছে হৃদয়।

জানা গেছে, কুলসুম বেগম পূর্ব রসুলপুর ২নং গলির মকবুলের বাড়িতে ভাড়া থাকেন। ইমনের বাবা নেই। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার নিলয় তারার সঙ্গারচরে

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার ঘণ্টা পর অভিযান স্থগিত, উদ্ধার হয়নি লেকে ডুবে যাওয়া শিশু
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
পাঁচ দিন ধরে নিখোঁজ অভিনেতা গুরুচরণ সিং
পাথরঘাটায় নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার 
X
Fresh