• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিখোঁজের একদিন পর ডোবায় মিলল ৩ ভাই-বোনের মরদেহ

কিশোরগঞ্জ প্রতিনিধি

  ২৪ জুন ২০১৮, ১৪:০২

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার গুনধর ইউনিয়নের উত্তর আশতকা গ্রামের পরশ আলীর বাড়ির ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হল সাকুয়া গ্রামের হেলাল উদ্দিনের সন্তান জোনাকী (৯), চাঁদনী (৭) ও সাফায়েত হোসেন (৪)।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই দিন আগে আশতকা গ্রামে বড় খালার বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে যায় তিন ভাই বোন। পরে বাড়ির পাশে খেলতে যেয়ে তারা নিখোঁজ হয়। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। আজ সকালে তাদের মরদেহ ডোবার পানিতে ভেসে উঠে।

করিমগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. মজিবুর রহমান আরটিভি অনলাইনকে তিন সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের খালা এবং নানা বাড়ি পাশাপাশি। সেদিন গোসল করার জন্য নানা বাড়ির পাশে ডোবাতে যায়। একজন ডোবার গভীর গর্তে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে বাকি দু’জন পানিতে তলিয়ে যায়। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোসলে নেমেছিলো বাক প্রতিবন্ধী যুবক, ২ ঘণ্টা পর মিলল মরদেহ
সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করেও বাঁচানো গেল না যুবককে
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
X
Fresh