• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিয়ে বাড়ি থেকে কনেকে অপহরণের চেষ্টা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২০ জুন ২০১৮, ১৯:২৯

বিয়ে বাড়ি থেকে এক কনেকে অপহরণের চেষ্টাকালে দুইজনকে ধরে গণধোলাই দিয়েছেন এলাকাবাসী। এসময় উত্তেজিত জনতার ধাওয়ায় আরও ৪-৫ অপহরণকারী পালিয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পাররৌহা গ্রামে এই ঘটনা ঘটে।

গণধোলাইয়ের শিকার ব্যক্তিরা হলেন- দৌলতপুর উপজেলার রৌহা গ্রামের সাদেক আলীর ছেলে আখিনুর রহমান (২০) ও সাচ্চুর ছেলে রবিউল ইসলাম (২২)।

-----------------------------------------------------------
আরও পড়ুন : রাজশাহীতে ‘গোপন বৈঠক’ থেকে বিএনপির ৯ নেতাকর্মী আটক
-----------------------------------------------------------

কনের বাবা ফজলুর রহমান জানান, প্রতিবেশী সাহাদত সরকারের ছেলে নাহিদ সরকার তার মেয়েকে কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিল। এ কারণে ভাগিনার সঙ্গে মেয়ের বিয়ের আয়োজন করেন। গতকাল সন্ধ্যার পর বরযাত্রীরা আসেন তার বাড়ি। বিয়ের আনুষ্ঠানিকতা চলার সময় রাত সাড়ে ১০টার দিকে নাহিদের নেতৃত্বে ধারালো অস্ত্র হাতে ৭-৮ জন তার বাড়িতে প্রবেশ করে। এসময় তারা কনে উর্মিকে অপহরণের চেষ্টা করে। বাধা দিতে গেলে স্বজনদের মারপিট করতে থাকে তারা।

এসময় এলাকাবাসী এসে অপহরণকারী আখিনুর ও রবিউলকে ধরে গণধোলাই দেয়। পরে তাদের রশি দিয়ে বেঁধে রাখা হয়। উত্তেজিত জনতার ধাওয়ায় অন্যরা পালিয়ে যায়।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল কুমার কর্মকার জানান, বিষয়টি কেউ এখনও পুলিশকে জানায়নি।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বুবলী আগে থেকেই বিবাহিত, একটি মেয়েও আছে’
ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দিয়ে মাকে খুঁজছে মেয়ে, ফারাজ করিমের পোস্ট
স্ত্রী-মেয়েকে কুপিয়ে হত্যা, বাবা আটক
ছেলেমেয়েদের খেলাধুলায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
X
Fresh