• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে ৫ জেএমবির সদস্য গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

  ৩০ মে ২০১৮, ১৫:০৪

রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী র‌্যাব-৫।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, গোদাগাড়ীর জাহানবাদ গ্রামের খায়রুল ইসলাম, চাঁপাইনবাগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের সেলিম রেজা, নরেন্দ্রপুর গ্রামের জিয়াউল হক ওরফে আকবর আলী, নওশাদ আলী ও গোটাপাড়া গ্রামের সাকিল আহমেদ।

বুধবার দুপুরে র‌্যাব-৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গেল ১৪ মে গোদাগাড়ী ও চাঁপাইনবাগঞ্জ থেকে চার জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ অঞ্চলে আরও জেএমবি সদস্যরা তৎপর রয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : পাহাড় ক্ষয় রোধে থাই রাজকুমারীর বিন্না ঘাস রোপণ
--------------------------------------------------------

মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোদাগাড়ীর ফাজিলপুর এলাকা থেকে খায়রুল ইসলামকে গ্রেপ্তার হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মিটিং থেকে ফেরার পথে সেলিম রেজা এবং নিজ বাড়ি থেকে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে ৭টি জিহাদি বই পাওয়া যায়।

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৬
রাশিয়ায় দুই মার্কিন নাগরিক গ্রেপ্তার
দেশে পা রাখা মাত্রই গ্রেপ্তার কুয়েতের সাবেক মন্ত্রী
রাজধানীতে মাদকসহ ২৪ জন গ্রেপ্তার
X
Fresh