• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

সুনামগঞ্জে বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

  ০৮ মে ২০১৮, ১৯:০০

সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় দুই নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক নূর হোসেন (২২), বিশ্বম্ভরপুর উপজেলার দণি বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁওয়ের শাহানা বানু (৩৫), একই উপজেলার ফতেহপুর ইউনিয়নের ক্ষিরদরপুর গ্রামের সুরমা বেগম (২২), দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডুববন্ধ গ্রামের ফেরদৌস (১২) ও দিরাই উপজেলার ৯ নম্বর কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের মুসলিম উদ্দিন (৭৫)।

জানা যায়, আজ দুপুরে ভাটি তাহিরপুরে মুক্তুল হোসেন গ্রামের পাশে শনির হাওরে ধান ক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : কথিত বন্দুকযুদ্ধে ‘গরিবের বন্ধু’ বাহিনীর দস্যু নিহত
--------------------------------------------------------

তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিশ্বম্ভপুর উপজেলার দণি বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও গ্রামে শাহানা বানু বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে আহত হন তিনি। তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময় ওই উপজেলার ফতেপুর ইউনিয়নের ক্ষিরদরপুর গ্রামে সুরমা বেগম (২২) নামে এক নারী মরিচ ক্ষেতে কাজ করা সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতে দোয়ারাবাজার উপজেলায় ফেরদৌস (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস জানান, দুপুরে বাড়ির পাশের ডোবায় মাছ ধরছিল ফেরদৌস। এসময় বজ্রপাত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়াও দিরাই উপজেলার ৯ নম্বর কুলঞ্জ ইউনিয়নে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মুসলিম উদ্দিনের মৃত্যু হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত ওসি মোস্তফা কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ছে সুনামগঞ্জে নদ-নদীর পানি, আতঙ্কে ২৫ লাখ মানুষ
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
X
Fresh