• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

সব জায়গায় ব্যর্থ বিএনপি এখন পাহাড়ে ঢুকেছে: কাদের

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৫ মে ২০১৮, ১৫:৪১

পাহাড়ে বিভেদ ও রক্তপাতের মধ্যেও বিএনপি ঢুকে পড়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে চট্টগ্রামের লেডিস ক্লাবে মহানগর আওয়ামী লীগ আয়োজিত তৃণমূলের বর্ধিত সভায় তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিএনপি এখন আন্দোলনে ব্যর্থ। কোটা সংস্কার আন্দোলনেও প্রবেশ করে সফল হয়নি। এখন গিয়ে পাহাড়ে ধরেছে।

গেল বৃহস্পতিবার রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে (৫২) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর ২৪ ঘণ্টার মধ্যেই তার শেষকৃত্য অনুষ্ঠানে খাগড়াছড়ি থেকে এসে ব্রাশফায়ারে নিহত হয়েছেন নবগঠিত গণতান্ত্রিক ইউপিডিএফ এর প্রধান তপন জ্যোতি চাকমাসহ ৫ জন।

এসব ঘটনার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন কাদের।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কঠিন চ্যালেঞ্জের মুখে আছি। তাই সামনের দিনে সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। না হলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে না।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনে আসা না আসা তাদের অধিকার। বিএনপি নির্বাচনে না এলেও বাংলাদেশের সংবিধানে কোনো পরিবর্তন হবে না।

আরও পড়ুন :

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির ঘরের রাজনীতিও ঝিমিয়ে পড়েছে: কাদের
জনগণের ম্যান্ডেট নিয়েই আ.লীগ রাষ্ট্র পরিচালনা করছে: কাদের
বিয়েবাড়িতে কাজীর সহকারীকে থাপ্পড় বিএনপি নেতার, অতঃপর...  
সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া
X
Fresh