• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ফেনীতে বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত

ফেনী প্রতিনিধি

  ০৫ মে ২০১৮, ১৪:১০

ফেনী সদর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও ৪ জন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলগাজী-ফেনী সড়কের বন্ধুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলগাজী বিজয়পুর উপজেলার মো. সবুজের স্ত্রী হাসিনা আক্তার (২৮) ও তার মেয়ে উম্মে হাফসা(২)।

আহতদের নাম জানা যায়নি। তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন :খাগড়াছড়িতে আগামীকাল থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল
--------------------------------------------------------

নিহতের ভাই আলী হোসেন ও স্থানীয়রা জানান, সকালে শহরে বাবার বাসা থেকে সিএনজিচালিত অটোরিকশা করে মেয়েসহ ফুলগাজীতে স্বামীর বাড়ীর উদ্দেশে বের হন হাসিনা আক্তার। তাদের বহনকারী অটোরিকশাটি বন্ধুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। আহত হন আরও ৪ জন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা : নিহত ৪ জনের দাফন সম্পন্ন
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২ 
পাহাড় ধসে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ
X
Fresh