• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কৃষক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ১২ এপ্রিল ২০১৮, ১৪:৩৩

চুয়াডাঙ্গায় কৃষক মহসিন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ জাকির হোসেন খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের আব্দুল কুদ্দুস, লতিফ আলি, জনুর মিয়া, ওয়াজ আলি ও ছোট বুড়ো।

--------------------------------------------------------
আরও পড়ুন : পান্তা ভাতের বাসন তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
--------------------------------------------------------

মামলার বিবরণ সূত্রে জানা যায়, জমি-জমা নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মহসিন আলি ও প্রতিবেশী আব্দুর রাজ্জাকের সঙ্গে বিরোধ ছিল। এরই জের ধরে ২০১৪ সালের ১ জানুয়ারি সকালে আব্দুর রাজ্জাক তার লোকজন নিয়ে মহসিন আলির বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা মহসিন আলিকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেই দিন তিনি মারা যান।

পর দিন নিহতের স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে ১৪ জানের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ২০১৫ সালের ২০ জানুয়ারি ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
মোটরসাইকেলের জন্য চালককে হত্যা, ৪ জনের যাবজ্জীবন
ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের
পাকিস্তান জুড়ে ২১ মে কৃষকদের বিক্ষোভের ডাক
X
Fresh