• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সাংসদ লিটন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

গাইবান্ধা প্রতিনিধি

  ০৮ এপ্রিল ২০১৮, ১৯:৪৯

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রোববার দুপুরে ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলীর সাক্ষ্যগ্রহণ করেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা।

পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফিক বলেন, লিটন হত্যা মামলায় তার ছোট বোন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি জানান, সাবেক সংসদ সদস্য আবদুল কাদের খান এবং অন্যান্য আসামি লিটনকে হত্যা করেছেন বলে বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশনে দেখেছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : সিংগাইরে বিএনপির ৮ নেতাকর্মী জেলহাজতে
--------------------------------------------------------

উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে দুর্বৃত্তদের গুলিতে আহত লিটন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন তার বোন কাকলী।

এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুন্দরগঞ্জের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল কাদের খান, তার এপিএস জোহা মিয়া, বাড়ির কেয়ারটেকার শাহীন মিয়া, মেহেদী হাসান, রানা মিয়া, গাড়ি চালক আব্দুল হান্নান এবং সুবল কসাইকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর ২০১৭ সালের ৩০ এপ্রিল আসামিদের অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশরাফুজ্জামান। ৮ আসামির মধ্যে ৭ জন গ্রেপ্তার আছেন। অপর আসামি চন্দন কুমার এখনও পলাতক।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের
লিটনের ফর্মে ফেরার লড়াইয়ে সঙ্গে নেই কোচিং স্টাফরা
অদ্ভুত যুক্তিতে বিশ্বকাপ দলে লিটন
১৩ শিক্ষকের ১৪ শিক্ষার্থীর সবাই ফেল, প্রধান শিক্ষককে শোকজ
X
Fresh