• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ঢাবি শিক্ষক মোর্শেদ ও নয়াদিগন্ত সম্পাদকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৪ এপ্রিল ২০১৮, ২০:৫৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খানের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া অধ্যাপক মোর্শেদের লেখা প্রকাশ করায় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন এবং প্রকাশক সামসুল হুদাকেও মামলায় আসামি করা হয়েছে।

বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরানের আদালতে মামলাটি দায়ের করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবেদুল আলম মাসুদ।
--------------------------------------------------------
আরও পড়ুন: মা-ছেলে খুনের ঘটনায় আটক নাজমুল ৭ দিনের রিমান্ডে
--------------------------------------------------------

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জানান,আদালত মামলার আরজি গ্রহণ করে ২০০ ধারায় বাদীর জবানবন্দী রেকর্ড করেছেন।

গত ২৬ মার্চ দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় ‘জ্যোর্তিময় জিয়া’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়। এ নিবন্ধনটিকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে।

এদিকে এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধুর সমাধিতে রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পর্ষদের শ্রদ্ধা
বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন: খাদ্যমন্ত্রী
বঙ্গবন্ধুর জীবন ও দর্শন সম্পর্কে প্রবাসীদের জানানোর আহবান 
ভিয়েনায় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
X
Fresh