• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

নড়াইল প্রতিনিধি

  ৩১ মার্চ ২০১৮, ১২:৪৯

নড়াইলের কালিয়া উপজেলায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে সাঈদ ভূঁইয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২০ জন আহত হয়েছেন।

শনিবার সকালে যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাঈদ ভূঁইয়া যাদবপুর গ্রামের মুজিবর ভূঁইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত এলাকার হিমা মুন্সি লোকদের সঙ্গে কিবরিয়া গাজীর সমর্থকদের বিরোধ চলে আসছিল। ওই জের ধরেই সকালে মুন্সি এবং গাজী গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় গাজী গ্রুপের সমর্থক সাঈদ ভূঁইয়া নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরটিভি অনলাইনকে জানান, শেখ শমসের আলী সংঘর্ষে সাঈদ ভূঁইয়া নামে একজন নিহত হয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২ 
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে
তিউনিসিয়ায় নিহত ৮ বাংলাদেশির লাশ ঢাকায় ফিরল  
রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত
X
Fresh