• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

লালমনিরহাটে ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড ঘর-বাড়ি

লালমনিরহাট সংবাদদাতা

  ৩০ মার্চ ২০১৮, ১৫:০৪

লালমনিরহাটের দুই উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলি জমিসহ ঘর-বাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ৩০মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার ঘর-বাড়িসহ গাছপালা, ভুট্টা ও ইরি-বোরো ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভয়াবহ শিলাবৃষ্টিতে উপড়ে পড়েছে রাস্তার দুই ধারের শত শত গাছপালা। কৃষি সম্প্রসারণ বিভাগ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।

পাটগ্রাম উপজেলার দহগ্রামের বাসিন্দা তৈয়ুব আলী আরটিভি অনলাইনকে জানান, অব্যাহত শিলাবৃষ্টিতে তার সবজি ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: প্রেমের টানে ট্রেনের নিচে তরুণ-তরুণী
--------------------------------------------------------

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী গ্রামের কৃষক মফিজ মিয়া আরটিভি অনলাইনকে জানান, তার সদ্য রোপণকৃত বোরো ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক বিদুভূষন রায় আরটিভি অনলাইনকে জানান, শিলাবৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোড়া বনের জন্য বৃষ্টি যেন আশীর্বাদ
৯ জেলায় বজ্রপাতে নিহত ১১ 
বৃষ্টিতে কাটা গেছে ৬ ওভার, পাহাড় সমান লক্ষ্য টাইগ্রেসদের সামনে
টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
X
Fresh