• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৪ আসামি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

  ২৯ মার্চ ২০১৮, ১৪:৩৫

নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া চার আসামিকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় কর্তব্যে অবহেলার কারণে লোহাগড়া থানার ওসি মো. শফিকুলকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মো. জসিমউদ্দিন পিপিএম সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘সরকার ভীত হয়েই বিএনপিকে সমাবেশ করতে দিচ্ছে না’
--------------------------------------------------------

গেলো রোববার ভোরে আমাদা গ্রামে দাঙ্গা-হাঙ্গামার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে চালায়। এসময় কামালপ্রতাপ গ্রামের একটি মাছের ঘের থেকে আমাদা গ্রামের রাঙ্গু খান (২৭), নাইস খান (২৫), গ্রাম পুলিশ দাউদ মল্লিকের ছেলে সোহেল মল্লিক (২৩) ও মন্টু মল্লিকের ছেলে সোহেল মল্লিককে (২০) গ্রেপ্তার করে পুলিশ।

আসামি গ্রেপ্তার করার পরে আমাদা পশ্চিমপাড়া জামে মসজিদের মাইক থেকে গ্রামে ডাকাত পড়েছে ঘোষণা করা হয়। এ ঘোষণায় আসামিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় লোহাগড়া থানার এসআই গোবিন্দ আকর্ষণ, এএসআই আনিসুজ্জামান, কাজী বাবুল ও বাবুল হাসান আহত হয়। চার আসামি পালিয়ে যায়।

এ ঘটনায় গেলো সোমবার বিকেলে লোহাগড়া থানার এসআই গোবিন্দ আকর্ষণ বাদী হয়ে ২১ জনের নামে মামলা করেন।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচিত মিল্টন সমাদ্দার গ্রেপ্তার
৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, মূলহোতা গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যাকাণ্ডে গ্রেপ্তার ব্যক্তি ৫ দিনের রিমান্ডে
৬ বছরের শিশুকে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
X
Fresh