• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

বেনাপোলে ৫৬টি সোনার বারসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি

  ২৭ মার্চ ২০১৮, ১৯:৫২

যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫৬টি সোনার বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

আটককৃত সোনার মূল্য প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা। মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে স্বর্ণসহ তাদের আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, মঙ্গলবার দুপুরে যশোরের শার্শা সীকারপুর নারিকেল বাড়িয়া সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হচ্ছে জানতে পারে বিজিবি।

--------------------------------------------------------
আরও পড়ুন: ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় জনতার হাতে পুলিশ আটক
--------------------------------------------------------

এসময় টহলদল সীমান্তে অভিযান চালিয়ে আটক করে ভারতীয় নাগরিক মিঠু তরফদারকে। তার কাছ থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক মিঠু ভারতের উত্তর ২৪ পরগনা জেলার মালদা মোস্তফাপুর গ্রামের হযরত আলীর ছেলে।

অপরদিকে খুলনা ২১বিজিবির সদস্যরা পুটখালি বাজারে একটি হোমিও দোকানে অভিযান চালিয়ে আটক করেন হোমিও ডাক্তার আব্দুর রাজ্জাককে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২২টি সোনার বার। তিনি পুটখালি গ্রামের আতাউর রহমানের ছেলে।

আটক রাজ্জাক শিক্ষকতা ও ডাক্তারি করার আড়ালে পুটখালি গ্রামের রমজান ও মহব্বত আলীর সোনার চালান পাচার করে আসছিল বলে জানায় বিজিবি কর্মকর্তা তারিকুল হাকিম।

আটক সোনা বেনাপোল কাস্টম হাউজে জমা দেয়া হয়েছে। আসামিদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেত্রীকে মেকআপ রুমে আটকে রাখতেন প্রযোজক
মিয়ানমারে সেনা ট্রেনিং নিয়ে ফেরা ২ রোহিঙ্গা গুলিসহ গ্রেপ্তার
ক্ষতিপূরণের দাবিতে ৯ বাস আটক করেছেন জাবি শিক্ষার্থীরা
লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আটক
X
Fresh