• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের বাইরে ক্ষমতাসীনরাই ইতিহাস বিকৃতি করেছে : মোরশেদ আলম

নোয়াখালী প্রতিনিধি

  ২৬ মার্চ ২০১৮, ১৮:৫৯

স্বাধীনতার পর ২৬ বছর আওয়ামী লীগের বাইরে যারা ক্ষমতায় ছিলেন তারাই দেশের ইতিহাসকে বিকৃত করে জাতিকে ভিন্নপথে ধাবিত করতে চেয়েছিলেন। বললেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।

নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলায় সোমবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগই একমাত্র জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেছে। স্বাধীনতার পর থেকে অন্য যারা ক্ষমতায় ছিলেন তারা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেননি।

--------------------------------------------------------
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে নাশকতার পরিকল্পনায় সাত নারী আটক
--------------------------------------------------------

দেশের স্বাধীনতা সমুন্নত রাখতে ও চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান সংসদ সদস্য মোরশেদ আলম।

আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সংবর্ধনা স্মারক তুলে দেন তিনি।

এর আগে উপজেলা প্রশাসন আয়োজিত সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুজকাওয়াজ প্রদর্শন, সশ্রদ্ধ সালাম গ্রহণ, শরীর চর্চা ও মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন মোরশেদ আলম।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৩
জন্মান্ধ হয়েও ঘরের ইলেকট্রিক কাজ করেন রিপন
সেনবাগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ
নোয়াখালীতে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
X
Fresh