• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

তবারক খেয়ে অসুস্থের সংখ্যা বাড়ছেই

ঝালকাঠি প্রতিনিধি

  ২০ মার্চ ২০১৮, ১৭:০৯

ঝালকাঠিতে ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে অসুস্থের সংখ্যা ২৫ জন থেকে বেড়ে শতাধিক হয়েছে।

সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়েছে শিশুসহ ৫০ জন। চিকিৎসা নিয়েছেন আরও অর্ধশতাধিক। খাবারের বিষক্রিয়ায় এরা অসুস্থ হয়ে পড়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

অসুস্থদের মধ্যে লামিয়া (৯), শাহনাজ পারভীন (৩০), রিজিয়া (৪৫), মুক্তা আক্তার (১১), রিয়া আক্তার (১০), শিহাব হোসেন (৬), মেরিনা আক্তার (১১), লিজা আক্তার (৬), রনি (৬), জাকারিয়া হোসেন (৪), কহিনুর বেগম (২০), লামিয়া বেগম (২২), মাহফুজ হোসেন (৭), লিমা বেগম ( ১৯), লাইজু বেগম (৩৮), মফিজুল হাসান (৯), সালেহা বেগম (৬৫), তাজমিম আক্তার (৭), শিফাতুল্লাহ (৯), তাহিরা আক্তার (৪), জাহাঙ্গীর হোসেন (৪৫), আছিয়া বেগম (২৫) ও আলম হাওলাদারের (৪০) নাম জানা গেছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: কারাজীবন সম্প‌র্কে আমার অ‌ভিজ্ঞতাও কম নয়
--------------------------------------------------------

শাহনাজ পারভীন নামের এক অসুস্থ রোগী আরটিভি অনলাইনকে জানান, গেলো রোববার রাতে ঝালকাঠি শহরের কুতুবনগর আযীযিয়া আলিম মাদরাসা চত্বরে বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল সম্পন্ন হওয়ার পর শেষ রাতে তাবারক হিসেবে খিচুড়ি খাওয়ানো হয়। সেই খিচুড়ি খেয়ে গতকাল সোমবার অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, এই খিচুড়ি খেয়ে তার স্বামী ও মেয়েসহ পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক গোলাম ফরহাদ আরটিভি অনলাইনকে বলেন, ভর্তি হওয়া রোগীরা পাতলা পায়খানা, বমি এবং পেটের অসুখে ভুগছে। খাদ্যের বিষক্রিয়া থেকে এ ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকে এখন পর্যন্ত ৫০ জন রোগী ভর্তি আছে। চিকিৎসা নিয়েছেন আরও অর্ধশতাধিক।

অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh