• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

পাকুন্দিয়ায় স্কুলে স্কুলে বঙ্গবন্ধু

কিশোরগঞ্জ প্রতিনিধি

  ১৭ মার্চ ২০১৮, ১৬:৩০

সবার পরনেই সাদা পাজামা ও পাঞ্জাবি। তার ওপরে বঙ্গবন্ধুর প্রিয় মুজিবকোট, চোখে মোঠা ফ্রেমের কালো চশমা। যা বঙ্গবন্ধু নিজে পরতেন। এমনভাবেই শনিবার পাকুন্দিয়ায় দুইশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা সেজেছিল বঙ্গবন্ধু সাজে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদেরকে এমনভাবে সাজার ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন পাকুন্দিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু। সকালে ক্ষুদে বঙ্গবন্ধু সৈনিকদেরকে নিয়ে তিনি উপজেলা সদরে শোভাযাত্রা করেন।

পরে স্থানীয় শহীদ মিনারে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে শিশুদেরকে ধারণা দেন উপজেলা চেয়ারম্যান।

--------------------------------------------------------
আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের জন্য দুটি খুশির বার্তা: কাদের
--------------------------------------------------------

এর আগে কেক কাটা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী এ উদ্যোগ সাড়া জাগিয়েছে পাকুন্দিয়ায়।

এ বিষয়ে রফিকুল ইসলাম রেণু জানান, শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করার চিন্তা থেকেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধুর সমাধিতে রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পর্ষদের শ্রদ্ধা
বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন: খাদ্যমন্ত্রী
বঙ্গবন্ধুর জীবন ও দর্শন সম্পর্কে প্রবাসীদের জানানোর আহবান 
ভিয়েনায় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
X
Fresh