• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৫ মার্চ ২০১৮, ০৯:৪২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাবেদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি চিহ্নিত ডাকাত। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার দক্ষিণ কাইতলা ইউনিয়নের মহেশপুর আঞ্চলিক সড়কের হাওরভাঙ্গা ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জাবেদ মিয়া উপজেলার কাইতলা ইউনিয়নের দক্ষিণ পূর্ব পাড়া গ্রামের ইদন মিয়ার ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশের এসআই এহসানুল হাসান, অসিম চন্দ্র ধর, আবুল কালাম, কনস্টেবল নাজমুল ও পারভেজ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার জানান, রোববার রাতে উপজেলার দক্ষিণ কাইতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি জানান তার কাছে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে জন্য হাওরভাঙ্গা এলাকাতে গেলে এসময় তার লোকজন পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। দুপক্ষের গোলাগুলিতে গুরুতর আহত হন জাবেদ মিয়া। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, গুলি, দুটি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জাবেদ মিয়ার বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবাও
মা-বাবার ঝগড়া থামাতে থানায় হাজির শিশু
বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হৃদয়, সম্পাদক রাব্বী
মালবাহী ট্রেনের ধাক্কায় ইঞ্জিনিয়ারের মৃত্যু
X
Fresh