• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি

  ০৩ মার্চ ২০১৮, ১০:২২

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয় জন।

শনিবার সকালে ৭টায় চকরিয়ার আজিজনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কক্সবাজার উখিয়া উপজেলার নোহা’র চালক শহিদুল করিম (৩৫), উখিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাহাবউদ্দিন (২০)।

আহত ব্যক্তিরা হলেন সালাউদ্দিন (৩০), গোফরান (২৫), নূরুল ইসলাম (২২) ও নূরুল ইসলাম (১৮)। আহত ব্যক্তিদের সবার বাড়ি উখিয়ায়। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সকালে কক্সবাজারমুখী একটি বাসের সঙ্গে দুইটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত এবং ছয়জন আহত হন। হাসপাতালে নেয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) জিএম মহিউদ্দিন জানান, যাত্রীবাহী একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে একটি নোহা মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামমুখী আরেকটি নোহা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় শ্যামলী বাসটি খাদে পড়ে যায়।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন কক্সবাজারগামী ও একজন চট্টগ্রামগামী মাইক্রোবাসের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
X
Fresh