• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৩ মার্চ ২০১৮, ০৯:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

শনিবার মধ্যরাতে উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গ্রামের আতশ মেম্বারের লোকজনের হামলার শিকার হয় জিল্লু মিয়া (৬০)। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। এর জের ধরে রাত সাড়ে ৩ টার দিকে জেলা শহর থেকে বাড়িতে যাওয়ার পথে হামলা চালানো হয় আতশ মেম্বারের অনুসারী দুলাল মিয়ার (৫০) ওপর।

হত্যার পর তার মরদেহ পাশের মরিচ ক্ষেতে ফেলে রাখা হয়। এ ঘটনায় সকাল থেকে হামলাকারী লোকজনের বাড়িঘর ভাঙচুর করে নিহত দুলালের লোকজন।

নবীনগর থানার ওসি আসলাম সিকদার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আতোশ মেম্বার ও রশিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, দুলালের মরদেহ উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে আসা হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর
চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, নিহত ১
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ 
গোপালগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৪০
X
Fresh