• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

পিএইচডি জালিয়াতি থেকে রাবির দুই শিক্ষককে অব্যাহতি

রাজশাহী প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের পিএইচডির গবেষণাপত্রে জালিয়াতির প্রমাণ না পাওয়ায় এ অভিযোগ থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জমা দেয়া তদন্ত প্রতিবেদনে এ কথা জানানো হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. আনিসুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসের পিএইচডি গবেষণাপত্র রচনায় ‘অনৈতিক পথ’ অবলম্বনের অভিযোগ ওঠে।

এ অভিযোগের ভিত্তিতে গত বছরের ২৭ আগস্ট সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়।

তদন্ত কমিটির সদস্য ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু বকর মো. ইসমাইল বলেন, আমরা ওই দুই শিক্ষকের গবেষণাপত্র পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি।

সেখানে কোনো ধরনের অসঙ্গতি ধরা পড়েনি। তারা কমন সোর্স থেকে কোট ব্যবহার করেছিলেন। যে কারণে গবেষণাপত্র নকল করা হয়েছে বলে মনে করা হয়েছিল। আসলে তারা নকল করেননি।

সিন্ডিকেট সদস্য মামুন আবদুল কাইউম বলেন, জালিয়াতির বিষয়টি প্রমাণ না হওয়ায় ওই দুই শিক্ষককে এ ধরনের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অনুমোদনের সময় এসেছে’
X
Fresh