• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৭

লক্ষ্মীপুর সদর উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে মালয়েশিয়া প্রবাসী এক চাচার মৃত্যু হয়েছে।

এই ঘটনায় ঘাতক ভাতিজা রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম হারুনুর রশিদ। তিনি ওই গ্রামের আবু জাফরের ছেলে। আটক রুবেল আবুল বাশারের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন নিহতের স্বজনদের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, সোমবার রাতে পরিবারের সঙ্গে সময় দিচ্ছিলেন প্রবাস ফেরত হারুনুর রশিদ।

এসময় তার ভাতিজা রুবেল এসে দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে হারুনের পেটে ছুরিকাঘাত করে রুবেল।

এসময় তার পেট থেকে নাড়ি-ভুঁড়ি বের হয়ে যায়। তাকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, ঘাতক রুবেলকে আটক করা হয়েছে। হত্যা মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
ভূমধ্যসাগরে নৌকায় অক্সিজেন সংকটে ৮ বাংলাদেশির মৃত্যু
বজ্রপাতে ২ লবণ শ্রমিকের মৃত্যু
X
Fresh