• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

চাঁদপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৭

চাঁদপুরের মতলব উত্তরে মাসুদ রানা নামে একজনকে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- পশ্চিম লুধুয়া বেপারী বাড়ির মো. ফারুক ওরফে নবী (২৫), একই এলাকার মোহাম্মদ আলী মুন্সি (২৮), মো. আবদুল খালেক মোল্লা (৩২), দক্ষিণ লুধুয়া গ্রামের ইয়ামিন বেপারী (২৪) ও একই এলাকার মো. সেলিম মাঝি (২২)।

রায় ঘোষণার সময় আদালতে দুইজন উপস্থিত ছিলেন। বাকি তিনজন পলাতক।

মামলার বিবরণে জানা যায়, মো. মাসুদ রানা মতলব দক্ষিণ বাজারে বাদল নামে এক তেল ব্যবসায়ীর দোকান কর্মচারী হিসেবে কাজ করতেন। ঈদুল ফিতরের দুইদিন আগে তিনি বাড়িতে আসেন। ২০০৮ সালে ৫ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে আসামি মো. আলী বাড়িতে গিয়ে মাসুদকে ডেকে নিয়ে আসেন। এরপর আর মাসুদ রাতে বাড়ি ফিরে আসেননি। ঘটনার ৯ দিন পর থানায় একটি জিডি করে মাসুদের বাবা মো. রবিউল দর্জি।

পরে ১৫ অক্টোবর সকাল ১০টায় গোভাওর এলাকায় একটি ডোবার কচুরিপানার নিচ থেকে পুলিশ মাসুদের মরদেহ উদ্ধার করে। এরপর ৮ জনকে আসামি করে মতলব উত্তর থানায় একটি নিয়মিত মামলা করা হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে ৫ জনকে মৃত্যুদণ্ড দেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনায় ৪০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
হাজীগঞ্জে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার
চাঁদপুরে হাসপাতালের রোগীদের খাবারে অনিয়ম, ক্যান্টিন মালিককে জরিমানা
চাঁদপুরের মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেপ্তার ৪
X
Fresh