• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

খালেদার সাজার রায় তো আমরা দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৮

খালেদা জিয়ার সাজার রায় তো আমরা দেইনি।দিয়েছেন আদালত। এ রায়কে কেন্দ্র করে দেশে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা শুধু সেটাই দেখছি। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার ঢাকার দোহারে পদ্মা কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, নারীর জীবনযাত্রা এখন আর ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই। সবক্ষেত্রেই নারীরা এখন অগ্রগামী। নারীরা স্বাবলম্বী হলে দেশ আরো এগিয়ে যাবে।

কামাল আরও বলেন, মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু, দেশের শত্রু। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না।

--------------------------------------------------------
আরও পড়ুন: খালেদা জিয়ার জন্য রোজা রাখবে নেতাকর্মীরা
--------------------------------------------------------

তিনি আরও বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদকে কঠোর হস্তে নির্মূল করেছে। তার প্রমাণ আপনারা হলি আর্টিজান, শোলাকিয়াসহ দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি ঘটনা থেকে দেখতে পেয়েছেন। আমরা এ ব্যাপারে জিরো টলারেন্স ভূমিকা পালন করছি।

মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ আর খান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এভারকেয়ারের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া
ফের হাসপাতালে খালেদা জিয়া
সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
X
Fresh