• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৫

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার ঢাকাসহ সারাদেশে মানববন্ধন, মঙ্গলবার অবস্থান ধর্মঘট ও বুধবার সারাদেশে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

গত বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. মো. আক্তারুজ্জামান। রায়ে মামলার প্রধান আসামি খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ অন্য চার আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেন বিচারক।

--------------------------------------------------------
আরও পড়ুন: পুলিশের বাধায় পণ্ড বিএনপির প্রতিবাদ মিছিল
--------------------------------------------------------

রায়ের প্রতিবাদে শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সারাদেশে বাদ জুমা বিক্ষোভ এবং শনিবার প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি।

শনিবার দুপুর ২টায় খালেদা জিয়ার শারীরিক ও সামাজিক অবস্থার কথা বিবেচনা করে তাকে ডিভিশন দেয়ার আবেদন নিয়ে কারাগারে যান তার আইনজীবীরা। তবে নিরাপত্তাকর্মীরা তাদের কারা ফটকের ব্যারিকেডের ওপাশে যেতে বাধা দেন এবং কারা অধিদপ্তরে আবেদন জমা দেয়ার কথা বলেন। দুপুর সোয়া দুটা পর্যন্ত কারাগারের সামনে যাওয়ার অনুমতি না পাওয়ায় তারা আবেদনপত্র নিয়ে কারা অধিদপ্তরের উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির স্থগিত সমাবেশ শুক্রবার
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে দাওয়াত করা হবে: কাদের
গুম-খুনের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিলেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পতাকা হাতে ছাত্রলীগের পদযাত্রা
X
Fresh