• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

পুনর্মিলনী অনুষ্ঠান ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা প্রতিনিধি

  ২১ জানুয়ারি ২০১৮, ০৯:২৬

খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালে ফাহমিদ তানভীর রাজিন (১২) নামে এক সপ্তম শ্রেণির ছাত্রকে ছুড়ি মেরে হত্যা করা হয়েছে।

গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত রাজিমের বাবা মোংলা বন্দরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ জাহাঙ্গীর হোসেন এবং মা বয়রা পুলিশ লাইন স্কুলের শিক্ষিকা। তারা বয়রায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা পাবলিক কলেজে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল ফাহমিদ তানভীর। গতকাল শুক্রবার থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান চলছিল। শনিবার ছিল অনুষ্ঠানের শেষ দিন। এই অনুষ্ঠান চলাকালে উপস্থিত কয়েকজনের সঙ্গে রাজিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়।

খালিশপুর থানার ওসি এম মোশাররফ হোসেন বলেন, অনুষ্ঠান চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ছাত্রকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, কারা কেন রাজিমকে হত্যা করেছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীর ওপর অভিমানে দুবাই প্রবাসীর আত্মহত্যা
শিক্ষা অফিসারের বিরুদ্ধে শিক্ষিকাকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
সীমান্ত হত্যা নিয়ে ভারতের কাছে বাংলাদেশের উদ্বেগ
জানা গেল নায়ক সোহেল চৌধুরীকে হত্যার নেপথ্যের কারণ
X
Fresh