• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে বই ও লিফলেটসহ ৫ জেএমবি সদস্য আটক

হবিগঞ্জ প্রতিনিধি

  ১১ ডিসেম্বর ২০১৭, ১১:৪৫

হবিগঞ্জে নারায়ণপুর দীঘলবাগ এলাকা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

রোববার রাতে নারায়ণপুর ও আনন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলা জামায়াতের সাবেক সভাপতি নারায়নপুর গ্রামের হাজী আব্দুল কদ্দুছ (৫০), নারায়নপুর বাজারের টেইলার্স ব্যবসায়ী নারায়নপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম (৫০), নারায়নপুর বাজারের আল মদিনা ক্লথ ষ্টোরের মালিক আনন্দপুর গ্রামের আব্দুর নুর (৪৫), আনন্দপুর গ্রামের নজরুল ইসলাম (৪৫) ও দীঘলবাগ পয়েন্ট বাজারের ফার্মেসী ব্যবসায়ী রায়ধর গ্রামের রুহুল আমীন (২৮)।

হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা আটকের বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, র‌্যাব-৯ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণপুর থেকে তাদের আটক করে সদর থানায় সোপর্দ করে।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি ৮৭০ কেজি চালসহ দোকানি গ্রেপ্তার
খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার, গ্রেপ্তার ১
গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে আহত শতাধিক
হবিগঞ্জে চিপসের কারখানায় আগুন
X
Fresh