• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পায়ুপথে বাতাসে পোশাক শ্রমিক অসুস্থ, গ্রেপ্তার এক

গাজীপুর প্রতিনিধি

  ২৩ অক্টোবর ২০১৭, ২০:০৭

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পায়ুপথে বাতাস ঢোকানোই গুরুতর অসুস্থ হয়েছেন শরিফুল ইসলাম বাদল নামের এক পোশাক শ্রমিক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরিফুল ইসলাম বাদল শ্রীপুরের বেরাইদের চালার আসোয়াদ নিট কম্পোজিট পোশাক কারখানার ক্লিনিং মেশিন অপারেটর। তিনি ওই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

গত শনিবার রাতে উপুড় হয়ে টিফিন বক্স ও মালামাল গুছানোর কাজ করছিলেন বাদল। তার সহকর্মী সোহেল শিকদার কম্প্রেসার মেশিনের বাতাসে মেঝে পরিষ্কার করছিলেন। এসময় সোহেলসহ তিন সহকর্মী জোরপূর্বক বাদলের পায়ু পথে বাতাস ঢুকিয়ে দেন।

একপর্যায়ে বাদল অজ্ঞান হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই রাতেই তার অপারেশন সম্পন্ন হয়েছে। তাকে এখন পোস্ট অপারিটিভে রাখা হয়েছে।

রোববার শ্রীপুর থানায় সোহেলের বিরুদ্ধে মামলা করে কারখানা কর্তৃপক্ষ। এই মামলার প্রেক্ষিতে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে কোর্টে চালান করা হয়েছে। তিনি ফরিদপুরের ভাঙার পীরের চর এলাকার সহিদ শিকদারের ছেলে। তবে অন্য সহকর্মীরা এখনো পলাতক রয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান এসব কথা জানিয়েছেন।

কে/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
X
Fresh