• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি

  ০৮ অক্টোবর ২০১৭, ২২:২১

নিখোঁজের তিন দিন পর কুষ্টিয়ায় কুমারখালী উপজেলা থেকে এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।

রোববার ভোরে উপজেলার বাধবাজার সংলগ্ন কালীগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম রাকিবুল ইসলাম (৩২)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর স্কুলপাড়া গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক আরটিভি অনলাইনকে বলেন, দুই মাস আগে রাকিবুল মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পাশের গ্রাম কাঞ্চনপুরে শ্বশুর বাড়িতে যান। পরে তিনি রাত ১০টার দিকে ছোট ভাইকে ফোন করে বাড়ি ফিরবেন বলে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে রাকিবের বাড়ির লোকজন তার শ্বশুর বাড়িতে খবর নেয়। তারা জানান রাকিব বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। সারারাত খুঁজেও আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে রোববার ভোরে স্থানীয় কয়েকজন কালীগঙ্গা নদীর মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে রাকিবের পরিবার ঘটনাস্থলে এসে তার পরিচয় নিশ্চিত করে।

ওসি আরো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মনোয়ার হোসেন লালন ও সোহেল নামের দুই জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেবি/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দোহারে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চলচ্চিত্র পরিচালক আউয়ালের মরদেহ উদ্ধার
কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে মরদেহ উদ্ধার
হাসপাতালে মরদেহ ফেলে পালিয়ে গেলেন স্বামী
X
Fresh