• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাল্ব চুরি করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

  ০৬ অক্টোবর ২০১৭, ১৭:২২

জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর এলাকায় বৈদ্যুতিক বাল্ব চুরি করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের।

পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। নিহত যুবকের নাম শামিম হোসেন (৩৫)।

তিনি জয়পুরহাট পৌর এলাকার চকগোপাল মহল্লার প্রয়াত মোজাহার আলীর ছেলে।

আরটিভি অনলাইনকে এ খবর নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন।

তিনি আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার পৌর এলাকার খঞ্জনপুর এলাকা থেকে শামিম হোসেন (৩৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকালে এলাকাবাসী মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সদস্যরা ওই এলাকা থেকে শামিম হোসেনের মৃতদেহ উদ্ধার করেন।

তিনি বলেন, নিহত শামিম হোসেন দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিলেন। তিনি ঠিকমতো বাসায় থাকতেন না। বাবা মার সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল না। তার বিরুদ্ধে চুরি ডাকাতির অভিযোগ আছে।

ওসি সেলিম জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মাদকের টাকা জোগাড় করতেই রাতেরবেলা সে খঞ্জনপুর এলাকায় আসে। এ সময় পৌর কর্তৃপক্ষের লাগানো বৈদ্যুতিক খুটি থেকে বাল্ব চুরি করতে ওপরে ওঠে।

কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগে ত্রুটি ছিল।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য শামিমের মৃতদেহ জয়পুরহাট জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কচুরিপানায় তৈরি হচ্ছে উন্নত সার, খুলছে সম্ভাবনার দুয়ার
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
রুতুরাজের সেঞ্চুরিতে মোস্তাফিজদের বড় সংগ্রহ
জয়পুরহাটে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
X
Fresh