• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিখোঁজের ৪৩ দিন পর মিলল ব্যবসায়ীর মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ০৬ অক্টোবর ২০১৭, ১৭:১০

চুয়াডাঙ্গায় নিখোঁজের ৪৩ দিন পর এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মধুবিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুদি ব্যবসায়ীর নাম ফারুক হোসেন (৪৩)। তিনি সদর উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

পুলিশের ধারণা ফারুককে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

সদর থানার ওসি তোজাম্মেল হক আরটিভি অনলাইনকে জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি মোড়ে মুদি ব্যবসা করতেন ফারুক হোসেন (৪৫)। ৪৩ দিন আগে নিখোঁজ হন তিনি।

বৃহস্পতিবার বিকেলে এলাকার কয়েকজন কিশোর মধুবিলে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। সেখানে বিলের পারে একটি ধঞ্চে ক্ষেতের হাঁটু পানিতে মরদেহ দেখে গ্রামবাসীকে খবর দেয় তারা। খবর পেয়ে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই লিটন গাজী ফোর্স নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর ফারুকের আত্মীয়রা লাশটি শনাক্ত করে।

ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে ফারুককে বেশ কয়েকদিন আগে ফাঁস দিয়ে হত্যার পর ধঞ্চে ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোসলে নেমেছিলো বাক প্রতিবন্ধী যুবক, ২ ঘণ্টা পর মিলল মরদেহ
বিষখালী নদীতে মৎস্য বিভাগের অভিযান, জেলে নিখোঁজ
সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করেও বাঁচানো গেল না যুবককে
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
X
Fresh