• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আশ্রয়কেন্দ্রে ‘আশ্রয়’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ আগস্ট ২০১৭, ২০:৪৯

জন্মের আগে কে জানত তার নামটি এমন হবে! বন্যা না হলে হয়তো জন্ম হতো ঘরে। তবে আশ্রয়কেন্দ্রে জন্ম হওয়ায় তার নাম হলো আশ্রয়। বিপদে পড়লে সবাই এখানে আশ্রয় নেয়, আর তার মা-বাবা সেখানে আশ্রয় নিয়ে ছেলে সন্তানের নাম পেলেন আশ্রয়। এমন সুন্দর নাম পেয়ে ভীষণ খুশি তারা।

ঘটনাটি বন্য কবলিত জামালপুরের সরিষাবাড়ী শহরের পৌর কার্যালয় আশ্রয়কেন্দ্রে। আশ্রিত রাজন বাসফোরের অন্তঃসত্ত্বা স্ত্রী টনি বাসফোর গেলো রোববার একটি ছেলে সন্তানের জন্ম দেন। সেখানে জন্ম নেয়ায় তার নাম রাখা হলো ‘আশ্রয় বাসফোর’।

বৃহস্পতিবার পৌরসভার মেয়র মো. রুকনুজ্জামানের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শিশুটির নামকরণ করা হয়।

এসময় মেয়র রুকনুজ্জামান জানান, তাদের আশ্রয়কেন্দ্রে ৫ দিন আগে ওই শিশুটির জন্ম হয়। তাই শিশুটির নাম রাখা হয়েছে ‘আশ্রয় বাসফোর’।

শিশুটির বাবা রাজন বাসফোর জানান, আশ্রয়কেন্দ্রে তার কোলজুড়ে নতুন অতিথি এসেছে। তিনি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন।

তিনি আরো জানান, মেয়র তাদের ছেলের নাম রেখেছেন ‘আশ্রয়’। মেয়রের সহায়তায় তারা সেখানে সব ধরনের সুযোগ-সুবিধাই পাচ্ছেন।

মা টনি বাসফোর জানান, মেয়র তাদের ছেলের নাম আশ্রয় বাসফোর রাখায় তারা বেশ খুশি হয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার সচিব আবু সাঈদ, পৌর কাউন্সিলর আবদুস ছাত্তার, জহুরুল ইসলাম, পৌর ভাণ্ডার রক্ষক হ‌ুমায়ুন কবির।

জানা গেছে, গেলো শুক্রবার থেকে সরিষাবাড়ীতে বন্যার পানি বাড়তে থাকে। বানভাসি মানুষের জন্য মেয়র রুকনুজ্জামান পৌরসভা কার্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলেন। গেলো রোববার সকালে ওই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন আরামনগরের রাজন বাসফোর ও তার স্ত্রী। ওইদিন দুপুরে টনির প্রসববেদনা ওঠে। পরে আশ্রয়কেন্দ্রের একটি কক্ষে টনি বাসফোর স্বাভাবিকভাবে আশ্রয়কে জন্ম দেন।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
মিয়ানমারের আরও ৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
‘প্রতিবেশী দেশের আশ্রয়ে সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে’
ফের বাংলাদেশে পালিয়ে এলেন মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী
X
Fresh