• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জুলাই ২০১৭, ০৯:১২

সাগরে মৌসুমী নিম্নচাপের কারণে ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বুধবার সকাল থেকে এ রুটে নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়।

এদিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটে সেন্টমার্টিন দ্বীপের লোকজনকে ভিড় করতে দেখা যায়। ফিরে যেতে না পেরে নিরুপায় হয়ে অনেকে বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছেন।

সেন্টমার্টিন দ্বীপের ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলম জানান, সাগর উত্তাল থাকায় নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশে বুধবার সকাল থেকে টেকনাফ ও সেন্টমার্টিন নৌরুটে কোনো ধরনের নৌ-যান চলাচল করেনি।

সেন্টমার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান নুর আহমেদ জানান, নৌ চলাচল বন্ধ থাকায় দ্বীপে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের সংকট দেখা দিতে পারে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান
যে কারণে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
বিকল্প পথে যাওয়া যাবে সেন্টমার্টিন
অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা খবরটি সত্যি নয়
X
Fresh