• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

৫ মামলায় রিজভীর জামিন বহাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৬

নাশকতার পাঁচ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত হয়নি।

রোববার এসব মামলায় অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দেন। এসব মামলায় জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল।

রিজভীর আইনজীবী জহিরুল ইসলাম জানান, পাঁচ মামলায় রিজভীর জামিন বহাল রয়েছে। তবে অন্য একটি মামলা থাকায় এখনই তিনি কারামুক্তি পাচ্ছে না।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গেল ৭ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে করা আলাদা পাঁচ মামলায় রুহুল কবির রিজভী ছয় মাসের জামিন পান।

নাশকতার অভিযোগে ২০১৩ ও ২০১৫ সালে মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় একটি করে এবং পল্লবী থানায় দুটি মামলা হয়।

এসব মামলায় ১৮ আগস্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন রিজভী। ওইদিন তার জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পরে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। শুনানি নিয়ে ৭ সেপ্টেম্বর আদালত জামিন মঞ্জুর করেন।রিজভী বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন।

এমকে/

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh