• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

গুলশান হামলায় অস্ত্রের যোগানদাতা শনাক্ত

অনলাইন ডেস্ক
  ২৫ জুলাই ২০১৬, ১২:২০

গুলশান হামলাসহ সম্প্রতি জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্রের যোগানদাতাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

সোমবার মিরপুর পুলিশ লাইনের স্টাফ কলেজে মাস্টার্স কোর্স চালুর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ জানান তিনি।

শহীদুল হক বলেন, গুলশানে হামলার ঘটনায় মাস্টারমাইন্ডের নাম ‍আমরা জানতে পেরেছি। খুব শিগগিরই তাদের গ্রেফতার অভিযান শুরু হবে।

তিনি বলেন, যে অস্ত্রগুলো গুলশান হামলায় ব্যবহার করা হয়েছিল, তা আগেও ব্যবহৃত হয়েছে। এগুলো যে খুব আধুনিক অস্ত্র তা নয়। আমরা এসব অস্ত্রের যোগানদাতাদের আটকের চেষ্টা করছি।

আইজিপি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা ধাপে ধাপে কাজ করছি। একটা হচ্ছে প্রতিরোধ আরেকটা হচ্ছে সচেতনতা। পুলিশ তথ্য সংগ্রহ করে অভিযান চালাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ কখনোই জঙ্গিবাদকে সমর্থন করেনি। গুলশান এবং শোলাকিয়ার ঘটনায় যেসব জঙ্গি মারা গেছে, তাদের লাশ নেয়ার জন্য তাদের পরিবারের কেউ যোগাযোগ পর্যন্তও করেনি। শোলাকিয়ায় নিহত এক জঙ্গির জানাযার নামায পড়ার জন্য একজন মৌলভি ছাড়া কোনো মানুষ পাওয়া যায়নি।’

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh