• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীর উত্তরখানে গ্যাসলাইন লিকেজ হয়ে আগুনে দগ্ধ ৮

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ অক্টোবর ২০১৮, ০৮:৩৪

রাজধানীর উত্তরখান ব্যাপারীপাড়া এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ হয়ে অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৪ জন নারী, ৩ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে।

শনিবার ভোর ৪টার দিকে আগুন লাগার এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উত্তরা কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম ।

দগ্ধরা হলেন- সাগর, ডাবলু, আজিজুল, পূর্ণিমা, আফরোজা, উর্মি, আঞ্জু ও শিশু আবদুল্লাহ। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

শফিকুল ইসলাম জানান, ভোরে রান্না করতে গিয়ে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইন আগে থেকেই লিকেজ ছিল। দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন লাগে।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার ঘণ্টা পর অভিযান স্থগিত, উদ্ধার হয়নি লেকে ডুবে যাওয়া শিশু
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
X
Fresh