• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনকালীন সাংবাদিকতার ‘ঝুঁকি’ নিয়ে ভয়েস অব আমেরিকার কর্মশালা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ অক্টোবর ২০১৮, ০৯:৪৯

পেশাদারিত্ব বজায় রেখে নিরাপদে কিভাবে নির্বাচনকালীন সময়ে সংবাদ সংগ্রহ করা যায় তা নিয়ে দুইদিনব্যাপী ‘ইলেকশন রিপোর্টিং: কিপিং সেফ হোয়াইল রিপোর্টিং রেজাল্টস’ শীর্ষক কর্মশালা বুধবার শুরু হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মিডিয়া ভবনে দুইদিনের কর্মশালার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের ম্যানেজিং এডিটর সরকার কবীরূদ্দীন, মার্কেটিং বিভাগের মনোজ রায়, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

সরকার কবীরূদ্দীন বলেন, নির্বাচন চলাকালে সব গণতান্ত্রিক দেশেই সাংবাদিকদের তথ্য সংগ্রহে কম বেশি ঝুঁকি থাকে। এসব নিয়ে সতর্ক থাকলে অনেক ঝুঁকি এড়ানো যায়। এই কর্মশালা সাংবাদিকদের পেশাদারিত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত প্রকাশ করেন তিনি।

পরে মানবাধিকার কর্মী সুলতানা কামাল তুলে ধরেন সাংবাদিকদের অধিকার সম্পর্কে। সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ আলোচনা করেন সাংবাদিকদের নীতি নৈতিকতা ও বিভিন্ন আইন নিয়ে।

আজ বৃহস্পতিবার কর্মশালার দ্বিতীয় দিনে নির্বাচনকালীন সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন নিউ এইজ সম্পাদক নুরুল কবির।

আরও পড়ুন :

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh