• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৮

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার রাত ১১টার ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, রাত ১০টার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

এদিকে, আগুনে বস্তির ক্ষতিগ্রস্ত ঘরগুলোতে ঢুকে ফায়ার সার্ভিসের সদস্যরা দেখছেন। পাশাপাশি তারা সেখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।

এছাড়া আগুনে ১৫-২০টি দোকান পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

এ নিয়ে গেল দুই বছরে কড়াইল বস্তিতে চার বার আগুন লাগার ঘটনা ঘটল।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইনালে উঠতে রিয়াল-বায়ার্নের আগুনে লড়াই
আবাসিক হোটেলে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে একজনের মৃত্যু
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
২২ বছরে ২৫ বার পুড়েছে সুন্দরবন
X
Fresh