• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

১০ ঘণ্টা পর মহাখালী থেকে বাস চলাচল শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৮

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে প্রায় দশ ঘন্টা পর টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটের বাস চলাচল শুরু হয়েছে। শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদে সোমবার রাত থেকে মহাখালী টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রেখেছিলেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। পরে আজ(মঙ্গলবার) সকালে প্রশাসনের সঙ্গে আলোচনার পর অঘোষিত ধর্মঘট তুলে নেয় শ্রমিকরা। শুরু হয় বাস চলাচল।

সোমবার রাতে পরিবহন চালককে মারধরের ঘটনায় রাত থেকে এই রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে বিপাকে পড়েন যাত্রীরা।

ঘটনাস্থল থেকে বনানী থানার এএসআই সোহেল আরটিভি অনলাইনকে জানান, সোমবার রাতে পরিবহন শ্রমিকদের সঙ্গে মারামারি ঘটনায় মহাখালী থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে বিষয়টি মিমাংসা করেন। এখন মহাখালী থেকে টাঙ্গাইল -ময়মনসিংহ রুটে যান চলাচলা শুরু হয়েছে।

রাতে মহাখালী বাস টার্মিনালের সামনে হর্ন বাজানোকে কেন্দ্র করে একটি পরিবহনের চালককে মারধর করে স্থানীয়রা। এ ঘটনায় শ্রমিকদের সঙ্গে সংর্ঘষ হয় স্থানীয়দের।

আরও পড়ুন :

আরসি /জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালী টার্মিনালে বাস সংকটে ম্লান বাড়ি ফেরার খুশি
নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৭
X
Fresh