• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলায় দূতাবাসের বিবৃতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ আগস্ট ২০১৮, ১৫:৩৬

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের গাড়িতে হামলার খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে মার্কিন দূতাবাস।

ঘটনার পরের দিন আজ রোববার দেয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, মোটরসাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক শনিবার ঢাকার মোহাম্মদপুর এলাকায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বহনকারী দূতাবাসের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

‘তবে রাষ্ট্রদূত ও তার নিরাপত্তায় নিয়োজিত দল অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘হামলায় রাষ্ট্রদূত, তার গাড়িচালক ও নিরাপত্তা স্টাফদের কোনো ক্ষতি হয়নি। তবে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুটি গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে।’

এই ঘটনার পর দ্রুত পদক্ষেপ নেয়ার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে ওই বিবৃতিতে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটকেন্দ্রে পুলিশকে মারধর, ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা
কুষ্টিয়ায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা
বিশ্বকাপে হামলার হুমকি
রাফাহতে ভয়াবহ হামলা চালাল ইসরায়েল, ২১ ফিলিস্তিনি নিহত
X
Fresh