• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুলাই ২০১৮, ১৮:২৪

রাজধানীর কারওয়ান বাজারের কাঁচামাল আড়তের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বিকেল দুপুর ৪টা ৫৫ মিনিটে আড়তের ভেতরে থাকা হোটেল ফয়সালের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

আগুনে হোটেলের আশপাশে থাকা ঘোটা মশলার ভাঙ্গানোর দোকান, কয়েকটি আবাস্থল ও কয়েকটি গোডাউন পুড়ে যায়। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

গোটা মশলার দোকানের কর্মচারীরা বলেন, বিকট শব্দের পর পরেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। শুরুতে নিজেরা আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিভাতে অংশ নেয়।

এর আগে ফায়ার সার্ভিসের কন্টোল রুমের ডিউটি অফিসার ফরহাদ আরটিভি অনলাইনকে বলেন, দুপুর ৪টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের ৭টি ইউনিট কাজ করছে। কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন :

এমসি / এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
দগ্ধ আরও একজনের মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
X
Fresh