• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয় কোটি টাকার পণ্য আটকে দিলো শুল্ক গোয়েন্দা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জুলাই ২০১৮, ১৪:৪২

পানগাঁও কাস্টমস হাউসে ভারত থেকে আনা এক কোটি ১৯ লাখ টাকার ঘোষণা বহির্ভূত পণ্যের চালান আটকে দিয়েছে শুল্ক গোয়েন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ওই পণ্যের খালাস স্থগিত করেন কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. সহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পণ্যের খালাস স্থগিত করার পর শুল্ক গোয়েন্দা দল আমদানিকারকের মনোনীত সি অ্যান্ড এফ ও কাস্টমস হাউসের কর্মকর্তাদের উপস্থিতিতে পণ্য চালান দুইটির শতভাগ কায়িক পরীক্ষণ শেষ করে। কায়িক পরীক্ষা শেষে ঘোষণা বহির্ভুত অতিরিক্ত পণ্য পাওয়া যায়।

ড. মো. সহিদুল ইসলাম বলেন, এসব পণ্যের মধ্য রয়েছে প্যাডলক, বিন্দি,প্লাস্টিক ক্লিপ,পায়েল,প্লাস্টিক চুরি,ইমিটেশন জুয়েলারি,পেন কেক ফেচ পাউডার,ক্রীম লাইট পার্টস, স্টিল চেইন ইত্যাদি; যার আমদানিকারক রোশান ইন্টারপ্রাইজ।

কায়িক পরীক্ষায় চালানটিতে পাওয়া যায় ২৪ হাজার ৯৯৮ কেজি; যা ঘোষণার চেয়ে ৪৪৩৮ কেজি বেশি এবং পণ্যের বিভিন্ন আইটেমের মধ্যে আন্তবদলের কারণে ৭৩২৮ কেজি বেশি পাওয়া যায় ।

আমদানিকারকের ঘোষণা অনুযায়ী পণ্যের মূল্য ছিল ১৭ লাখ ৭৩ হাজার ৪২৮ টাকা এবং শুল্ক করাদির পরিমাণ ১২ লাখ ৮ হাজার ৩৮৪ টাকা। কায়িক পরীক্ষা অনুযায়ী পণ্যের মূল্য দাঁড়ায় ৬৪ লাখ ৯৬ হাজার ৬৭৪ টাকা এবং শুল্ক করাদির পরিমাণ দাঁড়ায় ৫৩ হাজার ২৫ হাজার ৮৭৬ টাকা। অর্থাৎ শুল্ক করসহ সর্বমোট পণ্য মূল্যই দাঁড়ায় প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এসআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
X
Fresh