• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুলাই ২০১৮, ১০:২৪

রোহিঙ্গাদের দেখতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম কক্সবাজার পৌঁছেছেন।

আজ সোমবার সকালে একটি বিশেষ বিমানে করে তারা কক্সবাজার পৌঁছান। সেখান তারা রোহিঙ্গা ক্যাম্প ও উখিয়া সদর হাসপাতাল পরিদর্শন করবেন।

ক্যাম্প পরিদর্শনকালে তারা রোহিঙ্গাদের অবস্থা ও তাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছা এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অগ্রগতিও জানবেন। এ সময় প্রতিনিধি দল রোহিঙ্গাদের থাকা-খাওয়া ও চিকিৎসা সেবা পর্যবেক্ষণ করবেন এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : কমনওয়েলথ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ
--------------------------------------------------------