• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা কর্মীর লাশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০১৮, ১৩:২৩

রাজধানীর ক্যান্টনমেন্টের পোস্ট অফিস এলাকায় ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথ থেকে নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ক্যান্টনমেন্ট থানা পুলিশ খবর পেয়ে বুথ থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রোববার রাতে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত নিরাপত্তা কর্মীর নাম নুরুন্নবী।

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এএসআই উম্মে সালমা আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে টিম ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে। তারা খুনের কারণটি খতিয়ে দেখছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : বান্দরবানে পাহাড় কাটার সময় মাটিচাপায় নিহত ৫
--------------------------------------------------------

তবে এটিএম বুথ থেকে টাকা লুট হয়েছে কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে উম্মে সালমা জানান।

এ ব্যাপারে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের বলেন, এটিএম বুথের ভেতরে নিরাপত্তা কর্মীর মরদেহ পড়ে ছিল। ধারণা করছি, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন কাজ করছে। বিষয়টি ইবিএল ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারাও ঘটনাস্থলে রয়েছে। তবে টাকা লুট হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় এক কবর থেকেই উঠে আসছে শত শত লাশ
গাজায় হাসপাতালে মিলল গণকবর, ৫০ লাশ শনাক্ত 
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
X
Fresh