• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ঢাবি উপাচার্যের বাসায় হামলায় গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ এপ্রিল ২০১৮, ২৩:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) উপাচার্যের বাসায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল চুরির ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার গ্রেপ্তারকৃত মো. রাকিবুল হাসান ওরফে রাকিব(২৬), মো. আলী হোসেন শেখ ওরফে আলী(২৮), মো. মাসুদ আলম ওরফে মাসুদ(২৫) এবং আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়ামকে(২০) আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।

শুনানি শেষে রাকিবের ৪ দিন, আলীর ৩ দিন এবং মাসুদ ও সিয়ামের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম।

এদিন দুপুরে চানখারপুল এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ঘটনার সময় চুরি যাওয়া ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : জাতীয় উন্নয়নে সবাইকে ভূমিকা রাখতে হবে : রাষ্ট্রপতি
--------------------------------------------------------

গত ১০ এপ্রিল ঢাবির সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসানের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতদের কেউ ঢাবির ছাত্র নয়। ঢাকা আলিয়া মাদরাসার ছাত্র মাসুদ। অন্য ৩ জন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নয়। রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে ৫টি মামলা রয়েছে।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির প্রশ্নপত্র ফাঁস: ৮৭ শিক্ষার্থীসহ সব আসামি খালাস
কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারককে যা বললেন মিল্টন সমাদ্দার
মিল্টন সমাদ্দার রিমান্ডে
মনোনয়নপত্র নিতে প্রার্থীর বাড়িতে লোক পাঠালেন রিটার্নিং কর্মকর্তা
X
Fresh