• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পল্লবীতে পানির ট্যাংকে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মার্চ ২০১৮, ১১:১৫

রাজধানীর মিরপুরের পল্লবীর এক বাসায় পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে হাসিন আরা নামে আরও একজন মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: ১৩১ ইউপি ও ৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে
--------------------------------------------------------

বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ষাটোর্ধ্ব ওই নারীর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

তিন দিন আগে ওই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে এ নিয়ে দুই জনের মৃত্যু হল।

ওই ঘটনায় দগ্ধ অপর তিনজন হলেন, হাসিনের স্বামী ইয়াকুব আলী (৭০), ভাড়াটিয়া ইয়াসমিন (৩৫) ও হাসান নামে আরেকজন।

হাসপাতালে ভর্তি করার পরই চিকিৎসকরা জানিয়েছিলেন দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হাতে যুবলীগ নেতার মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
চাওয়াই নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
X
Fresh